শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে প্রাথমিকে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

| প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০১৬ | ৫:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) চট্টগ্রামে এবার পাসের হার বেড়েছে। তবে কমে গেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবছর পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ; গতবছর এ হার ছিল ৯৭ দশমিক ৩৬ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৯৫৩ জন; গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৬৩৪ জন। সেই হিসেবে এবছর পাসের বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬৮১ জন।

এবছর চট্টগ্রাম জেলার ২০ শিক্ষা থানায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৩ জন, জিপিএ-এ গ্রেড ৪২ হাজার ৩৪৬ জন, জিপিএ-এ (মাইনাস) ৩১ হাজার ১৫৫ জন, জিপিএ-বি গ্রেড ২৯ হাজার ৯৪৩ জন, জিপিএ-সি গ্রেড ৩১ হাজার ৪২২ জন এবং জিপিএ-ডি গ্রেড পেয়েছে ৫ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী।

অন্যদিকে এবছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ৮২ জন। এবছর ইবতেদায়ীতে পাসের হার ৯০ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭২ জন। গতবছর পাসের হার ছিল ৯০ দশমিক ৬৩ ও জিপিএ ৫ পেয়েছিল ৩৯০ জন।

এবছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২২ হাজার ৭২৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৬৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭২ জন, জিপিএ-এ গ্রেড ৫ হাজার ২১৬ জন, জিপিএ-এ (মাইনাস) ৪ হাজার ২৬৩ জন, জিপিএ-বি গ্রেড ৪ হাজার ৮১ জন, জিপিএ সি গ্রেড ৫ হাজার ৫২২ জন এবং জিপিএ-ডি গ্রেড পেয়েছে ১ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, প্রাথমিকের শিক্ষার্থীরা সৃজনশীল বিষয়ে খুব একটা জানতে পারে না। প্রাথমিকে যোগ্যতাভিত্তিক প্রশ্নের কারণে এবার জিপিএ-৫ কম পেয়েছে শিক্ষার্থীরা। তবে পাসের হার বেড়েছে।