ফেঞ্চুগঞ্জে প্রথম করোনা রোগী নার্স
| প্রকাশিতঃ ১১ মে ২০২০ | ১১:০১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথমবাররে মতো করোনা রোগী শনাক্ত হযেছে। আক্রান্ত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স।
সোমবার (১১ মে) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ মে ওই মহিলার নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। আজ সন্ধ্যায় খবর আসে তার করোনা রিপোর্ট পজিটিভ।
বর্তমানে আক্রান্ত রোগী তার নিজ বাড়িতেই আছেন। বাড়িটি লকডাউন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।