নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে একটু বেশিই আত্মবিশ্বাসীর মতো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দাবি করলেন, নিউজিল্যান্ডকে হারাতে আমাদের মোস্তাফিজুর রহমান একাই যথেষ্ট!
মূলতঃ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া টাইগারদের চোখ এখন টি-টোয়েন্টি সিরিজের দিকে। হতাশা ভুলে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে ভালো কিছু করে দেখাতে চায় বাংলাদেশ। আর সেজন্য টাইগার পেসার মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকবেন বলে জানালেন সাকিব। টি-টোয়েন্টিতে মুশফিককেও মিস করবেন বলে জানান তিনি।
ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে মোস্তাফিজ একাই ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেন তিনি। কলকাতার ইডেন গার্ডেনে কিউইদের ১৪৫ রানেই বেঁধে ফেলেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচটি জেতা হয়নি টাইগারদের।
এদিকে প্রথম ওয়ানডেতে খেলতে নেমে ইনজুরিতে পড়েন টাইগারদের সেরা মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজের পরের ২ ম্যাচে মুশফিকের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। মুশফিককে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাচ্ছে না। টেস্টের এই দলপতি প্রসঙ্গে সাকিব জানান, মুশফিক ভাইয়ের কোনো বিকল্প নেই। ১০ বছর ধরে তিনি বাংলাদেশ দলে খেলছেন। দলে তার আলাদা একটা জায়গা আছে। আমরা দলের প্রতিটি সদস্য তার ওপর বিশ্বাস রাখতে পারি। আমরা তাকে খুবই মিস করবো।
বিশ্বসেরা বোলার হিসেবে খ্যাতি পাওয়া মোস্তাফিজ প্রথম ওয়ানডেতে খেলার পর বিশ্রামে ছিলেন। তৃতীয় ও শেষ ম্যাচে আবারো বল হাতে নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ইনজুরিতে থাকা মোস্তাফিজ ২ ম্যাচে তুলে নিয়েছিলেন ৪টি উইকেট। টাইগারদের এই স্পেশালিস্ট বোলার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে জানান সাকিব। মোস্তাফিজকে দলের সেরা অস্ত্র হিসেবে দেখা সাকিব বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট এগারো জনের খেলা হলেও পুরো দলের মধ্যে একমাত্র মোস্তাফিজই পারে একাই নিউজিল্যান্ডকে হারাতে।
দলের বাকি সদস্যদের প্রসঙ্গে সাকিব জানান, আমি বিশ্বাস করি, যে যার জায়গায়ই খেলুক সবাই কাজটা ঠিকমত করতে পারলেই আমরা জিতব। দলে এগারোজনকে একসাথে কাজ করতে হবে। ম্যাচে কোনো সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। আমরা সিনিয়ররা সব করে দেবো এমন কোনো কথা নেই। যারা জুনিয়র তারা নিজেদের সামর্থ্য দেখিয়েই দলে এসেছে। তাদেরও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে যেখানেই খেলুক আমার বিশ্বাস দলগত কাজেই আমরা ভালো করবো।