রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিআইটিআইডিতে তিন দিন করোনাভাইরাস পরীক্ষা হবে না

| প্রকাশিতঃ ২৮ মে ২০২০ | ৬:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম : বিআইটিআইডির পিসিআর ল্যাব জীবাণুমুক্তকরণের লক্ষ্যে আগামিকাল শুক্রবার (২৯ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেকশান জিজিজেস (বিআইটিআইডি) এ করোনা ভাইরাস পরীক্ষা হবে না।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেকশান জিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রামের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাকিল আহমেদ ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মুক্তা রানী ভৌমিক কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।

এ অবস্থায় বিআইটিআইডি, ফৌজদারহাট, চট্টগ্রামের পিসিআর ল্যাব জীবাণুমুক্ত করার লক্ষ্যে ২৯ মে হতে ৩১ মে পর্যন্ত তিনদিন করোনাভাইরাস কার্যক্রম স্থগিত থাকবে এবং সোমবার (১ জুন) থেকে যথারীতি পিসিআর টেস্ট কার্যক্রম চালু হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।