রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড ৩৪ বিলিয়ন ডলার

| প্রকাশিতঃ ৪ জুন ২০২০ | ১১:১১ অপরাহ্ন


বাসস : করোনাভাইরাস সংকটের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার নতুন রেকর্ড ছুঁয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন একজন কর্মকর্তা আজ জানান, উন্নয়ন অংশীদারদের সহায়তা এবং রেমিট্যান্স প্রবাহের ফলে বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ৩৪ দশমিক ২৩ বিলিয়নে দাঁড়িয়েছে।

এর আগে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার সর্বোচ্চ সঞ্চিতি রেকর্ড হয়েছিল।

এই কর্মকর্তা বলেন, রেমিট্যান্স হলো রিজার্ভকে সর্বোচ্চ পয়েন্টে উন্নীত করার মূল চালক।

চলতি অর্থবছরের ১১ মাসে সরকারের অভ্যন্তরীণ রেমিট্যান্স ৮ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ১৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সরকারের দুই শতাংশ প্রণোদনা প্রকল্পের সুফল হিসেবে দেখা দিয়েছে।