শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

২০ জানুয়ারি পর্দা উঠবে বিসিএলের

| প্রকাশিতঃ ৭ জানুয়ারী ২০১৭ | ১১:২১ পূর্বাহ্ন

শুক্রবার পর্দা নেমেছে জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসরের। এবার ২০ জানুয়ারি পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের আরেক গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট লিগ। লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরটির পঞ্চম আসর শুরুর প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটি।

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের আগে বিসিএল আয়োজনের চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ওই সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি আপত্তি তোলায় বিসিএল মাঠে গড়ায়নি।

বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত লিগের গত চার আসর ধরে অংশ নিয়ে আসছে বিসিবি নর্থ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

গত বছরের মার্চে অনুষ্ঠিত হয়েছিল বিসিএলের চতুর্থ আসর। শিরোপা জেতে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দ্বিতীয় ও তৃতীয় আসরের শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক সাউথ জোন।