রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

একদিনেই সুস্থ ১৫ হাজার ৩০০

| প্রকাশিতঃ ১৫ জুন ২০২০ | ৪:১৯ অপরাহ্ন


ঢাকা: বাংলাদেশে করোনায় আক্রান্ত মোট ৩৪ হাজার ২৭ জন লোক সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে তিনি বলেন, এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭.৫৫ শতাংশ।

গতকাল রোববার পর্যন্ত দেশে মোট সুস্থ ছিলেন ১৮ হাজার ৭৩০ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় আরো ১৫ হাজার ২৯৭ জনকে সুস্থ হিসেবে ঘোষণা করা হয়েছে।

একদিনে এত বেশি সুস্থতার বিষয়ে নাসিমা সুলতানা বলেন, আজকে আমরা এত বেশি সুস্থতার কথা বলছি, কারণ গত ২৪ ঘণ্টায় হাসপাতালে যারা সুস্থ হয়েছেন শুধু তারাই নয়, বরং বাড়িতে সুস্থ হওয়া এবং উপসর্গহীনদের এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তথ্য আমাদের সরবরাহ করেছে আইইডিসিআর।

সোমবার পর্যন্ত দেশে মোট ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষ করে ৩ হাজার ৯৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২০.৬১ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।