রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নৌকা কেনাবেচার হাট

| প্রকাশিতঃ ২১ জুন ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ন

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ভাটির জনপদ হাওরবেষ্টিত উপজেলার অন্যতম নৌকা কেনাবেচার হাট কাউকান্দি বাজার। বর্ষা শুরু হলেই এই হাটে শুরু হয় বেচাকেনা। সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার ক্রেতা-বিক্রেতার পদভারে সরগরম হয়ে উঠে হাটটি।

প্রতি বছর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ইজারা চুক্তির মাধ্যমে আনা হয় এই বাজারটি। চলতি বর্ষায় সরকারি নিয়ম মেনে দ্বিতীয়বারের মতো হাটটি ইজারা নেন স্থানীয় শ্রমিক লীগ নেতা বাচ্ছু মিয়া।

বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন বাজারটিতে নৌকা কেনাবেচা করতে। অনেকে বাজারে নৌকা বিক্রি করে সংসার চালান। কেউ কেউ বাজার সামনে রেখে বছরব্যাপী নৌকা বানান।

এমনই একজন ক্রেতা মধ্যনগরের হারিস মিয়া। প্রতিবছর এই বাজার থেকে নৌকা কিনেন তিনি। নৌকা বিক্রেতা সুমন মিয়া বলেন, আমি প্রতি বছর এই বাজারে সপ্তাহে দু-দিন নৌকা বিক্রয় করে সংসার খরচ বহন করি।

ইজারাদার বাচ্ছু মিয়া বলেন, আমি দুই বছর ধরে এই নৌকা বাজারটি ইজারা চুক্তির মাধ্যমে ইজারাদারের দায়িত্ব গ্রহন করছি। যতটুকু পারি ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতা করে থাকি।