শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দ.আফ্রিকা কাছে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ

| প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০১৭ | ৬:০১ অপরাহ্ন

মো.শাহাদত হোছাইন: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হয় ৮৬ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি এশিয়া কাপে সুবিধা করতে না পারলেও ঘরের মাঠে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার দিয়েই সিরিজ শুরু করতে হয়েছে বাংলাদেশকে।

আজ বৃহস্পতিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট ২৫১ রান করে দক্ষিণ আফ্রিকা। ২৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান তুলতে থাকে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি রুমানা-সালমারা। ফলে ৮৬ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

সকালে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটা দুদান্ত হয় দক্ষিণ আফ্রিকার মেয়েদের। ওপেনিংয়ে ১২২ রানের জুটি গড়ে দলটি। দলটির হয়ে ওপেনার লিজলি লি সর্বোচ্চ ৮৭ রান করেন। ৭১ বলে ৬ চার ও ৭ ছক্কায় এ ইনিংসের পর নাহিদা আক্তারের বলে পান্না ঘোষের হাতে ধরা পড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেন অপর ওপেনার আন্দ্রেয়া স্টেইন। এছাড়া ৬২ রানে অপরাজিত ছিলেন মাগনুন ডু পেরেজ। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ২টি উইকেট পান। স্বাগতিকদের হয়ে বাকি উইকেটটি নেন নাহিদা খাতুন।

আজ প্রথম ম্যাচের পর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সিরিজের বাকি ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারী। এ সিরিজের জন্য প্রস্তুতি নিতে রুমানা-জাহানারা-সালমারা আগেই কক্সবাজারে চলে যান।

এদিকে, ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ বাছাইয়ে একই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। তাই গুরুত্বপূর্ণ ওই টুর্নামেন্টের আগে এই সিরিজের মধ্য দিয়ে নিজেদের যাচাই করে নিতে পারবে দু’দল।