শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জের সাত খুন : নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ আসামির ফাঁসির রায়

| প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০১৭ | ১১:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মাদসহ ২৬ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

মামলার ৩৫ আসামির মধ‌্যে বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন।

তিন বছর আগে যে হত‌্যাকাণ্ড পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ‌্যমের শিরোনাম হয়েছিল, তার রায় বিচারক ঘোষণা করেন মাত্র তিন মিনিটে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা নূর হোসেন, ওই হত্যাকাণ্ডের সময় র‌্যাব-১১ এর অধিনায়কের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (বরখাস্ত) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (বরখাস্ত) মাসুদ রানাসহ ২৩ আসামি রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ মামলার পলাতক ১২ আসামির মধ‌্যে আটজনই ছিলেন এলিট ফোর্স র‌্যাবের সদস্য।