ওয়েলিংটন : প্রথম ইনিংসে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েও, নিউজিল্যান্ডের কাছে ওয়েলিংটন টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে ১২৩ বছর আগের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন বিশ্বরেকর্ডর জন্ম দিলো টাইগাররা। যেই রেকর্ডে গর্ব করার মতো কোন উপায় নেই বাংলাদেশের। কারন এটি হতাশার রেকর্ড। প্রথম ইনিংসে বিশাল স্কোর গড়েও ম্যাচ হারের লজ্জা এতোদিন দখলে ছিলো অস্ট্রেলিয়ার। তাও ১৮৯৪ সালে।
১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৬ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৩২৫ রান করে ইংল্যান্ড। ফলে ২৬১ রানের লিড নিয়ে ইংল্যান্ডকে ফলো-অন করায় অস্ট্রেলিয়া। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪৩৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এতে জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে ১৬৬ রানে গুটিয়ে ১০ রানে ম্যাচ হারে অসিরা।
তাই সেই লজ্জার রেকর্ডটি এতোদিন দখলে ছিলো অস্ট্রেলিয়া। অবশেষে সেটি নিজেদের করে নিলে বাংলাদেশ। একে হাফ ছেড়ে বাঁচলো বটে অসিরা।
প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েও ম্যাচ হারা দলগুলো :
দল প্রথম ইনিংসের স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল ফলাফল
বাংলাদেশ ৫৯৫/৮ নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭ ৭ উইকেটে হার বাংলাদেশের
অস্ট্রেলিয়া ৫৮৬ ইংল্যান্ড সিডনি ১৮৯৪ ১০ রানে হার অস্ট্রেলিয়ার
পাকিস্তান ৫৭৪/৮ অস্ট্রেলিয়া মেলবোর্ণ ১৯৭২ ৯২ রানে হার পাকিস্তানের
অস্ট্রেলিয়া ৫৫৬ ভারত অ্যাডিলেড ২০০৩ অস্ট্রেলিয়ার হার ৪ উইকেটে
বাংলাদেশ ৫৫৬ ওয়েস্ট ইন্ডিজ মিরপুর ২০১২ ৭৭ রানে হার বাংলাদেশের