
ঢাকা : করোনাভাইরাস গত চারমাসের অধিক সময় ধরে বাংলাদেশে অবস্থানকালে ৫৯০ বার চরিত্র বদল (মিউটেশন) করেছে। এর মধ্যে ৮ বারের মিউটেশন ছিল একেবারে ইউনিক অর্থাৎ বিশ্বে প্রথমবার ঘটেছে এই বাংলাদেশে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে বিসিএসআইআর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থার বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানান, নতুন মিউটেশনের তথ্যগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। এই তথ্য প্রতিষেধক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের।
তারা জানান, এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে ২২২টি। এরমধ্যে বিসিএসআইআর করেছে ১৭৩টির।
করোনা ভাইরাসের সর্বমোট ৩০০টি জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নেয়ার কথাও জানান বিসিএসআইআরের বিজ্ঞানীরা। ভাইরাসটির দ্রুত চরিত্রবদলের রকমফের ধরতে পারলেই একে বাগে আনা সহজ হবে বলে বিজ্ঞানীরা দাবী করছেন।