নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাজেহাল অবস্থা হয়েছিল বাংলাদেশের। কিউইদের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হতে হয়েছে টাইগারদের। সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে মাশরাফিদের কাঁধে তপ্ত নিঃশ্বাস ফেলা পাকিস্তান। লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পাকশিবির।
প্রায় দেড় বছর আগে পাকিস্তানকে ঘরের মাঠে বাংলাওয়াশ করেছিলেন মাশরাফিরা। শুধু পাকবাহিনীই নয়, পরিচিত দর্শকদের সামনে ক্রিকেট পরাশক্তিদের নাকানি-চুবানি খাইয়ে আইসিসি র্যাঙ্কিং টেবিলে ঝড় তুলেছিল বাংলাদেশ। পুরস্কার হিসেবে ইতিহাসের সেরা র্যাঙ্কিং সাতে চলে এসেছিল টাইগাররা। পাকিস্তানকে ঠেলে দিয়েছিল আটে। এবার মাশরাফিদের হটিয়ে হারানো জায়গা উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেটিং পয়েন্ট কমিয়ে এনেছে তারা। কাল তৃতীয় ওয়ানডেতে অজিদের বিপক্ষে জয় পেলে র্যাঙ্কিয়ে ৭ নম্বরে উঠে আসতে পারে তারা। সে ক্ষেত্রে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ৯২। কার্যত তাদের পয়েন্ট ৯০। এক পয়েন্ট এগিয়ে আছে বাংলাদেশ।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছে পাকিস্তান। মেলবোর্নে মোহাম্মদ হাফিজের দল জিতেছিল ৬ উইকেটের ব্যবধানে। অজিরা র্যাঙ্কিং টেবিলের শীর্ষে থাকায় পয়েন্ট বেড়েছে তাদের। তবে প্রথম ম্যাচে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেও খুব একটা ক্ষতি হয়নি পাকবাহিনীর। কালকের ম্যাচে হারলেও বড় কোনো সমস্যা হবে না তাদের। রেটিং পয়েন্ট ৯০-ই থাকবে।
অবশ্য ম্যাচ হারায় পাকিস্তানের ওপর খুব একটা প্রভাব না পড়লেও বাংলাদেশের ওপর ভালোই পড়েছে। রাগবির দেশে ৩-০ ব্যবধানে কিউইওয়াশ হওয়ায় ৪ পয়েন্ট হারিয়েছেন মাশরাফিরা। মার্চে শ্রীলঙ্কা সফরে পয়েন্ট বাড়ানোর সুযোগ পাচ্ছে টাইগাররা। কিন্তু হিতে বিপরীত হলেই বিপদ। ২০১৯ বিশ্বকাপের মূলপর্বের টিকিটের জন্য খেলতে হবে বাছাইপর্ব। কেননা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল যে সরাসরি ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নেবে। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে তো? উত্তরটা তোলা থাকল ভবিষ্যতের জন্য।