যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঝড়ে অন্তত ১৮ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। জরুরী কর্মকর্তারা একথা জানান।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে গভর্ণর ন্যাথান ডিল জর্জিয়ার মধ্য-দক্ষিণাঞ্চলীয় সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেন। ঝড়ে এখানে ১৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে আরো চার জন প্রাণ হারিয়েছে।
জর্জিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কুক, ব্রুকস, ডটারর্টি ও বেরিয়েন কাউন্টিগুলোতে ১৪ জন প্রাণ হারিয়েছে।
বেশিরভাগ মৃত্যু কুক কাউন্টিতে হয়েছে। একটি টর্নেডো দাঁড়িয়ে থাকা একটি ভ্রাম্যমান হোম পার্ককে আঘাত করলে এই মৃত্যুর ঘটনা ঘটে।
কুক কাউন্টির টিম পারভিস বলেন, রোববার ভোরের আগে অ্যাডেল নগরীর কাছে পার্ক করা বেশ কিছু ভ্রাম্যমান হোম মাটির সঙ্গে মিশে গেছে।
তিনি আরো জানান, জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
তিনি অনুমান করেন যে মোট ৪০টি ভ্রাম্যমান হোম ছিল। ঝড়ের আঘাতে এগুলোর প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতদের প্রতি শোক জানিয়েছেন।