সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশ বাছাই করেছেন ইংল্যান্ডের সাবেক অফ-স্পিনার গ্রায়াম সোয়ান। সেই একাদশে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোয়ানের সেরা একাদশের অধিনায়ক ভারতের বিরাট কোহলি।
সোয়ানের নির্বাচিত একাদশে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৫ জন, ইংল্যান্ডের দু’জন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা-ভারত ও ওয়েস্ট ইন্ডিজের এক জন করে খেলোয়াড় রয়েছেন।
সাকিবকে একাদশে রাখার ব্যাপারে সোয়ান বলেন, ‘ওয়ানডেতে দুর্দান্ত এক খেলোয়াড় সাকিব। ব্যাটি-বোলিং দুই বিভাগেই সেরা সে। তার রেকর্ডগুলো বলে সে অসাধারণ এক ক্রিকেটার।’
ইংল্যান্ডের হয়ে ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সোয়ান। ২০০০ সালে ওয়ানডে অভিষেক হলেও, ২০০৮ সালে প্রথম টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি। ২০১৩ সালে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেন সোয়ান। টেস্টে ২৫৫, ওয়ানডেতে ১০৪ ও টি-২০তে ৫১ উইকেট নেন তিনি।
সোয়ানের সেরা ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), জেমস ফকনার (অস্ট্রেলিয়া), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ও মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)।