রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মিয়ানমারে এনএলডি’র আইন উপদেষ্টা বন্দুকধারীর গুলিতে নিহত

| প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০১৭ | ৫:৩৯ অপরাহ্ন

মিয়ানমারের ক্ষমতাসীন দলের আইন উপদেষ্টা ইউকোনি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। রোববার বিকেলে ইয়াঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ে, এক অজ্ঞাত বন্দুকধারী কোনির মাথায় গুলি করে পালিয়ে যায়।

২১ সদস্যের সরকারি একটি দলের সঙ্গে ইন্দোনেশিয়া সফর শেষে তিনি দেশে ফিরেছিলেন বলে জানা গেছে। ঘটনায় সম্পৃক্ততার জেরে এক সন্দেহাভাজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি মান্দাইলের বাসিন্দা।

কোনিকে হত্যার পর তিনি তার আগ্নেয়াস্ত্র দিয়ে পাশের এক ট্যাক্সিচালকের ওপর গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। সুচির দল ন্যাশনাল লিগ ডেমোক্রেসি- এনএলডি ক্ষমতায় বসার আগে থেকেই জাতীয় বিরোধ অবসানের লক্ষ্যে সংবিধান সংশোধনের কাজ শুরু হয়। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিন ইউকোনি। দেশটির আলোচিত মুসলিম এই আইনজীবীর মৃত্যুতে ক্ষোভ জানিয়েছে সরকার বিরোধীরা।