রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আহত, বিবস্ত্র মানুষের পাশে ইন্সপেক্টর জহির

| প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২০ | ১:৫১ অপরাহ্ন


চট্টগ্রাম : সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের পার্কিংং এর কাছে ষাটোর্ধ আহত এক লোক পড়ে আছে। গোঙ্গানির অবিরাম শব্দ পৌঁছে না কারো কর্ণকুহরে। কৌতূহলী দৃষ্টিতে একনজর তাকিয়েই চলে যাচ্ছে কেউ কেউ। আবার কেউ জটলা পাকিয়ে যেন তামাশা দেখছে, বিদ্রুপ করছে।

এমন পরিস্থিতি অসহায় মানুষটির পাশে এসে দাঁড়ালেন মানবিক পুলিশ হিসেবে নাম কুড়ানো চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া।

অজ্ঞাতনামা লোকটিকে তিনি নতুন কাপড় পরিয়ে দিলেন। কিছু টাকা হাতে দিয়ে চমেক হাসপাতালে ভর্তি করালেন।

এ প্রসঙ্গে জহিরুল হক একুশে পত্রিকাকে বলেন, অসুস্থ লোকটা সকাল থেকে পার্কিং এর কাছে উলঙ্গ অবস্থায় পড়ে থেকে কাতরাচ্ছে। আমি শুনে দ্রুত ছুটে যাই এবং নতুন কাপড় পরিয়ে হাসপাতালে ভর্তি করি এবং চিকিৎসার উদ্যাগ নিই।

লোকটিকে এখানে কীভাবে এলো সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। লোকটিও ঠিকমত কথা বলতে পারছেন না।

প্রসঙ্গত, এর আগেও ইন্সপেক্টর জহিরুল হক বিভিন্ন মানবিক কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। উজ্জ্বল করেছেন পুলিশ বিভাগের মুখ।