শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভারত সফরে বাংলাদেশ দল ঘোষণা

| প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০১৭ | ৪:০৯ অপরাহ্ন

ইনজুরি থেকে ফেরা মুশফিকুর রহিম হায়দরাবাদে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বুধবার দুপুরে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।

স্কোয়াডে ফিরেছেন: লিটন কুমার দাস, শফিউল ইসলাম

স্কোয়াড থেকে বাদ পড়েছেন: মুস্তাফিজুর রহমান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন।

শতভাগ ফিট না হওয়ায় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। চিকিৎসকের দেওয়া ভাষ্যমতে, মুস্তাফিজ ৭৫ ভাগ ফিট। তাকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করা হচ্ছে। পেসার শফিউল ইনজুরিতে থাকায় রুবেল হোসেনকে সুযোগ দেওয়া হয়েছিল। শফিউল ইনজুরিমুক্ত হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন। তাকে আবারো জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ভালো করায় লিটনকে সুযোগ দেওয়া হয়েছে। এ কারণে বাদ পড়েছেন কাজী নুরুল হাসান সোহান।

আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর এবারই প্রথম ভারতে টেস্ট খেলবে বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে। ছয়টি হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হয়েছে।

হায়দরাবাদে মূল মঞ্চে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ ফেব্রুয়ারি সিকান্দারাবাদের জিমখানা মাঠে শুরু হবে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।