শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

| প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০১৭ | ৩:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন ছাত্র সমিতির সহযোগিতায় গড়া চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ‘উই ফর আস’ স্লোগানে যাত্রা শুরু করা এই তহবিল সকল চুয়েটিয়ানের জন্য, চুয়েটিয়ানদের অর্থায়নে গঠিত ও চুয়েটিয়ানদের দ্বারা পরিচালিত।

এ উপলক্ষে রোববার ক্যাম্পাস গোলচত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এটা অত্যন্ত মহতী ও মানবিক উদ্যোগ। মারাতœক ব্যাধি, দুর্ঘটনাসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার শিকারদের অনেকে ব্যয় নির্বাহ করতে পারে না। এজন্য চুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অর্থ সংস্থানের মত কঠিন পদক্ষেপ নিয়েছে। আমি চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের সার্বিক সাফল্য কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী নিখিল চন্দ্র চৌধুরী, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী দেবব্রত দাশ রানা, ডেপুটি ম্যানেজার জনাব শফি উদ্দিন আহমেদ, চুয়েটের গ্রিন ফর পিস’র সভাপতি নূর হোসেন রাজু, সাধারন সম্পাদক আবুজার লস্কর প্রমুখ।