শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সালামের কোনো ‘ক্যাটাগরি’ নেই : নাছির

| প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫৫ অপরাহ্ন


চট্টগ্রাম : ‘সালামের কোনো ক্যাটাগরি নেই। ছোটবড়, শ্রেণীবৈষম্য ডিঙিয়ে আমরা যে কাউকেই সালাম দিতে পারি। সম্মান প্রদর্শন করতে পারি। কিন্তু আজকালকার সমাজে সেই প্রবণতা বা চর্চা খুব বেশি নেই।’

রাষ্ট্র-সমাজে উঁচুতলার মানুষকেই তোষণনীতির চলমান সংস্কৃতির বিপরীতে একজন সেবিকাকে সম্মান জানানোর বিষয়ে একুশে পত্রিকার সাথে অনির্ধারিত এক আলাপে বুধবার সকালে উপরিল্লিখিত মত দেন নাছির।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অঙ্কুর স্কুলের সেবিকা সালেহা বেগমকে চাকরিত্তোর অবসরশেষে ঘটা করে বিদায় সংবর্ধনা জানানোর উদ্যোগ নেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সাবেক মেয়র বলেন, আমরা একজন বয়স্ক রিক্সাওয়ালাকে সালাম দিই না। ওই রিক্সা যাবি- বলে ডাক দিই। বাবার বয়সী রিক্সাওয়ালাকে তুই-তুকারি করি। পক্ষান্তরে অবস্থা আর অবস্থানসম্পন্ন মানুষকে সালাম শুধু নয়, ভীষণ ভক্তি দেখাই। সম্মান প্রদর্শনে জবুথবু হই। চিনি না, জানি না এমন মানুষকেও আমরা সালাম দিই, বাড়তি সম্মান দেখাতে ব্যস্ত হয়ে পড়ি।

এটিকে নৈতিকতার অবক্ষয় জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। এই শিক্ষাটা মূলত পারিবারিকভাবেই মানুষ বেশি লাভ করে। পরিবার হচ্ছে নৈতিক শিক্ষাসহ সবধরনের শিক্ষার বড় পাঠশালা। তাই রাষ্ট্রসমাজে সম্মান-বৈষম্য কমাতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ, পরমত সহিষ্ণুতা বাড়াতে পরিবারকে সবচেয়ে বেশি এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।