মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়’

| প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০২০ | ৬:৫০ অপরাহ্ন


ঢাকা : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব তোলা হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই প্রস্তাব করা হচ্ছে।

ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্তমান আইন সংশোধনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।