রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আবারও বিয়ে করলেন শমী কায়সার

| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২০ | ২:৩৭ পূর্বাহ্ন


ঢাকা : মঞ্চ ও টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ফের বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। পেশায় একজন ব্যবসায়ী। তিনি ইউরো ভিজিল লিমিটেড নামক কোম্পানির সিইও।

বিয়ের আগে তারা ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালোলাগা এবং সেই থেকে পরিণয়। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাতে অভিনেত্রী ও নির্মাতা চয়নিকা চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে শমী কায়সারের বিয়ের খবর জানিয়ে নব দম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন।

শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ আরাফাতকে। সেই সংসারও বেশিদিন টিকেনি।

১৯৮৯ সালে পরিচালক আতিকুল হকের কেবা আপন কেবা পর নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে শমী কায়সারের অভিষেক। এরপর তিনি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাই এ অভিনয় করে পরিচিত লাভ করেন।

তারপর তিনি নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানাসহ বিভিন্ন নাটকে অভিনয় করে খ্যাতি পান।