মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২০ | ২:৫৮ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরের সদরঘাট থানাধীন সরকার পুকুরপাড় এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. রিয়াজকে (২২) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ।

গত ১৬ সেপ্টেম্বর মিছি পুকুরপাড় এলাকায় কিশোরীকে পুশলিয়ে বন্ধুর বাসায় নিয়ে গিয়ে মো. রিয়াজ নামের ওই যুবক ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা রনি তালুকদার একুশে পত্রিকাকে বলেন, ঘটনাটি ডবলমুরিং থানা এলাকায় হয়েছে মনে করে প্রথমে থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়। পরে জানা গেলো, ঘটনাটি সদরঘাট থানার অধীনে। এরপর ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলা করার পর আজ অভিযুক্ত মো. রিয়াজকে গ্রেফতার করি।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার জানান, তাকে আদালতে নিয়ে যাচ্ছি। গ্রেফতার যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। যদি রাজি না হয় তাহলে রিমান্ড চাওয়া হবে।

গ্রেফতার মো. রিয়াজ ডবলমুরিং থানাধীন মোগলটুলির কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে।