শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পাউবো’র ৪০ একর জমি সাবেক মেয়র-কাউন্সিলর ও প্রকৌশলীর পেটে!

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২০ | ৬:০৩ অপরাহ্ন

জোবায়েদ ইবনে শাহাদত : ১৯৬৮ সালে বেড়িবাঁধ নির্মাণের জন্য চট্টগ্রামের হালিশহর টোল রোড থেকে ফৌজদারহাট পর্যন্ত প্রায় ১০০ একর জমি অধিগ্রহণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রায় দুইশ’ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা সেই জমির মধ্যে প্রায় ৪০ একর বেদখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, পাউবো কর্মকর্তাদের ম্যানেজ করে সাবেক মেয়র-কাউন্সিলর, চসিকের প্রকৌশলী ও রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে গঠিত প্রভাবশালী সিন্ডিকেট প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে পাউবো’র এসব জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) আকবরশাহ্ থানাধীন উত্তর কাট্টলী, বাংলাবাজার বেড়িবাঁধ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, টোল রোডের পাশের সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে বড় গাড়ির গ্যারেজ, মোটরপার্টসের দোকান, হোটেল ও রেস্টুরেন্ট। শুধু তাই নয়, টোল রোড ঘেষে অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনায় প্রবেশের জন্য তৈরি করা হয়েছে রাস্তা।

পানি উন্নয়ন বোর্ডের লাগানো সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে লাগানো হয়েছে অবৈধ গাড়ি পার্কিং ও স্থাপনার ব্যানার এবং দৃষ্টি আকর্ষণ করা সব সাইনবোর্ড। এছাড়াও বিশাল জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে লরি ও ট্রাক পার্কিং জোন। জে. বি. এল সার্ভিসিং সেন্টার ও মোটরস্, আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্, মেসার্স নিউ আরিফ মোটরস্, জে. আর. অটো ইলেকট্রিক সার্ভিস, সমুদ্র বিলাস রেস্টুরেন্টসহ নামে-বেনামে বহু স্থাপন গড়ে তোলা হয়েছে কোনো রকম অনুমতি ছাড়াই।

মেসার্স নিউ আরিফ মোটরসে্র প্রোপ্রাইটর মো. সাইফুল ইসলাম এবং আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের প্রোপ্রাইটর ফখরুল ইসলামের সাথে কথা হলে তারা জানান, আব্দুল জলিল নামের এক ব্যক্তির কাছ থেকে এই জায়গা ভাড়া নিয়েছেন। এর জন্য প্রতিমাসে উভয়কে ৫০ হাজার টাকা করে ভাড়া দিতে হয় জলিলকে। অপরদিকে জে. আর. অটো ইলেকট্রিক সার্ভিসের প্রোপ্রাইটর মো. রবিন এবং জে. বি. এল. সার্ভিসিং সেন্টার এন্ড মোটরসের প্রোপ্রাইটর টুটুল নাথ জানান, সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) দখল সূত্রে এসব জায়গার মালিক। প্রতি মাসে ৪০ হাজার টাকা ভাড়া দিয়ে এসব গ্যারেজ চালাচ্ছেন তারা।

এসব গ্যারেজ ও পার্কিংয়ের দেখাশোনার দায়িত্বে থাকা বেশ কয়েকজনের সাথে কথা হলে সরকারি জমি দীর্ঘদিন দখলে রাখার বিষয়টি স্বীকার করেন তাদের মধ্যে কয়েকজন। এসব সরকারি জায়গা দখলবাজির অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম. মঞ্জুর আলম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), চসিকের প্রকৌশল বিভাগের ডিভিশন-৯ এর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আব্দুল জলিল, আজমগীর প্রকাশ মেন্টাল আজমের বিরুদ্ধে।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, নিছার আহমেদ মঞ্জু প্রতি গন্ডা জায়গা ৪-৫ লাখ টাকা দরে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। দখলদারিত্বের দৌড়ে পিছিয়ে নেই চসিকের সাবেক মেয়র মঞ্জুর আলম। অভিযোগ আছে, টোল রোডের পার্শ্ববর্তী সরকারি জায়গার বেশিরভাগই দখলে রেখে ভাড়া দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আমিন ইন্টারন্যাশনাল নামে কোটি টাকার পাথর ভাঙার প্ল্যান্ট স্থাপন করেছেন চসিকের প্রকৌশল বিভাগের ডিভিশন-৯ এর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন।

অভিযোগের ভিত্তিতে চসিকের সাবেক মেয়র মঞ্জুর আলম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), চসিকের প্রকৌশল বিভাগের ডিভিশন-৯ এর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আব্দুল জলিল এবং আজমগীর প্রকাশ মেন্টাল আজমের সাথে যোগাযোগ করে একুশে পত্রিকার এ প্রতিবেদক।

সরকারি জায়গা দখল করে লরি পার্কিং স্পেস বানিয়ে তা ভাড়া দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজমগীর প্রকাশ মেন্টাল আজম প্রথমে এই অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তথ্যপ্রমাণ আছে জানালে একুশে পত্রিকাকে বলেন, ‘আমি দখল করেছি ঠিক আছে, কিন্তু এমন তো না যে আমি নিজেকে এগুলোর মালিক দাবি করছি। পানি উন্নয়ন বোর্ড যেহেতু এই জায়গার মালিক, তারা তাদের জায়গা চাইলেই আমি এ জায়গার দখল ছেড়ে দিবো।’

মেসার্স নিউ আরিফ মোটরস্ এবং আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কাছে সরকারি জায়গায় ভাড়া দেয়ার বিষয়ে জানতে আব্দুল জলিলের নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

এদিকে পাউবোর জায়গা দখল ও বিক্রির অভিযোগের বিষয়টি অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু)। একুশে পত্রিকাকে তিনি বলেন, ‘জে. বি. এল. সার্ভিসিং সেন্টার এন্ড মোটরসকে যে জায়গা ভাড়া দিয়েছি তার মালিক আমি আর আমার চাচা। এছাড়া অন্য কাউকে কোনো ধরনের জায়গা আমি ভাড়া দেইনি বা বিক্রি করি নি। যেহেতু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত তাই আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন জমির সামনে পাউবো’র জায়গা হওয়ায় সবাই সে জায়গা ব্যবহার করছে। সাবেক মেয়র মঞ্জুর আলমসহ অনেকেই এভাবেই তা ব্যবহার করে আসছেন। বেশ কিছু বছর ধরে এভাবেই এসব চলে আসছে- যোগ করেন সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ।

সরকারি জায়গা দখল করে আমিন ইন্টারন্যাশনাল নামে পাথর ভাঙার প্ল্যান্ট স্থাপনের বিষয়ে চসিকের প্রকৌশল বিভাগের ডিভিশন-৯ এর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর মাধ্যমে এ প্রতিবেদকের কাছে তার নাম প্রতিবেদনে উল্লেখ না করার অনুরোধও জানান জসিম।

এ বিষয়ে সাবেক মেয়র মঞ্জুর আলমের সাথে যোগাযোগ করা হলে পাউবো’র জায়গায় ভাড়া দেয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। মঞ্জুর আলম একুশে পত্রিকাকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড যাদের কাছ থেকে এই জমিগুলো অধিগ্রহণ করেছে তাদের কাছ থেকেই আমি এই জমি ক্রয় করেছি। বিভিন্ন ট্রাক ও লরি পার্কিংয়ের জন্য তা আমি ভাড়া দিয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ড যখনই তাদের জায়গা ফেরত চাইবে আমি দিয়ে দিবো।’

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি জমি দখল করে জমিদারি ও ক্ষমতার দাপটে ধনকুবের বনেছে ভূমিদস্যু চক্র। অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা, সরকারি জমি অবৈধভাবে বিক্রি, হস্তান্তর ও নামজারির ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এর পাশাপাশি ভবিষ্যতে এধরণের ভূমি দখল বন্ধে কর্তৃপক্ষের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং স্থায়ী পরিদর্শন ব্যবস্থা কার্যকর করা না হলে ধীরে ধীরে সরকারি এসব জমির পুরোটাই বেহাত হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস একুশে পত্রিকাকে বলেন, ‘শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাইলেই প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত জমি, সরকার কর্তৃক গৃহীত নীতিমালা অনুযায়ী স্বল্পমেয়াদে ইজারা প্রদান করতে পারবে। পাউবো ছাড়া অন্য কারো এই জমি ইজারা দেয়ার বা বিক্রি করার এখতিয়ার নেই।’

এক প্রশ্নের জবাবে প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, ‘এই ধরনের দখল কার্যক্রম যে হচ্ছে তা সত্যি। বড় বড় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীরাই এসব অবৈধ দখলের সাথে সম্পৃক্ত। আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, আমরা খুব শীঘ্রই পাউবো’র এসব জায়গা দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’