শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

| প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০১৭ | ৭:৩২ অপরাহ্ন

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে এ ঘটনা ঘটে। এতে ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন।

আহত নেতাকর্মীরা হলেন, রিয়েল আহমেদ নাঈম (ফাইন্যান্স ১২-১৩), আব্দুল খালেক রনি (অর্থনীতি ১১-১২), মুহাম্মদ শামীম (রাজনীতি বিজ্ঞান ১৩-১৪), আল আমিন (নৃবিজ্ঞান ১৫-১৬), কাউসার মিয়া (বাংলা ১০-১১)।

সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে শাহজালাল হলের সামনে গান করছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজার অনুসারীরা। এ সময় সেখানে উপস্থিত শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা তাদের ব্যাঙ্গ করা হচ্ছে, এমন অভিযোগ তুললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত সাড়ে ১১টার দিকে হলের ভিতর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শাহজালাল হলের ২৭টি কক্ষে ব্যাপক ভাংচুরও করেন তারা। রাত ১২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধাঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।