রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ওবায়দুল কাদেরের পরিপক্কতা নিয়ে প্রশ্ন দুদুর

| প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারী ২০১৭ | ৬:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানতে চেয়েছেন, আর কত বয়স বাড়লে ওবায়দুল কাদের বুদ্ধিজ্ঞান সম্পন্ন হবেন। আপনি আর কত বড় হলে কান্ডজ্ঞান সম্পন্ন হবেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকার একটি হোটেলে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদেরকে আক্রমণ করে আরো কিছু কথা বলেন দুদু।

‘কে কত শক্ত’ সেটা প্রমাণ করতে চট্টগ্রামে সমাবেশ করার জন্য ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কে কত শক্ত তা প্রমাণ করতে চট্টগ্রামে সমাবেশের আয়োজন করুন। আপনারা প্রথম দিন মিটিং করেন, পরের দিন আমরা করব। আপনারা আমাদের চেয়ে অর্ধেক লোক দেখাতে পারেন তারপরও আপনাদের আমরা সফল বলব।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে দুদু বলেন, পুলিশকে একটু পুলিশের মত রাখেন না, তারপর মাঠে নামেন দেখি, আমরাও নামব। আপনি পুলিশ-র‌্যাব নিয়ে চলবেন, মাঝে মাঝে মিলিটারিও সাথে রাখবেন, বিএনপিকে আক্রমণের মুখে রেখে শক্ত করে দাঁড়াতেও বলবেন- এগুলো ‘বালসুলভ’ আচরণ ও কথা। আপনার বয়স আর কত বাড়লে আপনি বুদ্ধিজ্ঞান সম্পন্ন হবেন। আপনি আর কত বড় হলে কান্ডজ্ঞান সম্পন্ন হবেন। আপনার বয়স তো পয়ষট্টি বা সত্তরের কাছাকাছি বোধহয়। এত বুদ্ধিহীনভাবে কথা বলেন কেন?

কৃষক দলের নেতাদের উদ্দেশ্যে বিএনপি নেতা দুদু বলেন, আমাদের উঠে দাঁড়াতে হবে। কেউ কারও দয়ায় এখানে রাজনীতি করে না। নির্বাচনে আওয়ামী লীগ ও তার গুন্ডারা ভোট দেবে, তা আর হতে পারে না। কৃষক দলের সম্মেলনে তা থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা খোঁজার চেষ্টা করব। সামনের নির্বাচনটাকে আমরা গণঅভ্যুত্থানে রুপান্তর করতে চাই।

তিনি বলেন, অন্যকোন দল সমাবেশ করতে চাইলে তারা দেয় না। কখনো কখনো ঘরের মধ্যে সমাবেশের অনুমতি দেয়। শুধু ঢাকাতে নয়, জেলা, উপজেলা, থানায় এমনকি ইউনিয়নেও এ বাধা জারি আছে। আওয়ামী লীগের সমাবেশের সময় পুলিশ সব রাস্তাঘাট বন্ধ করে দেবে। অথচ বিরোধী দল সমাবেশই করতে পারবে না। এটাই এখন আওয়ামী লীগের নীতি।

নবনিযুক্ত নির্বাচন কমিশনের সমালোচনা করে দুদু বলেন, বর্তমান সিইসি একজন ছাত্রলীগের ক্যাডার ছিলেন। আওয়ামী লীগ আরেকটি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করছে। আমরা সেটা জাতিকে জানিয়েছি। জনতার মঞ্চের ছাত্রলীগের সাবেক ক্যাডারকে সিইসি হিসেবে নিয়োগ দিয়ে আওয়ামী লীগ আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন দিতে চায়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হালিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ তাহের ও যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন প্রমুখ।