শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘যৌথ বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য ঘাটতি হ্রাস করা সম্ভব’

| প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী ২০১৭ | ৬:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: খাদ্য, ফলমূল, মৎস্য, সিমেন্ট ইত্যাদি সেক্টরে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি হ্রাস করা সম্ভব বলে মনে করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। পণ্য সমাহার বহুমুখীকরণের মাধ্যমে ভারতের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বৃদ্ধির পরামর্শ দেন এই কূটনীতিক।

ভারতের কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম চেম্বার নেতাদের মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার এসব কথা বলেন।

শনিবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভায় মিলিত হন ১৫ সদস্য বিশিষ্ট ভারতের ব্যবসায়ী দল। কনসালটেন্সি, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, হেলথ, আইটি, ট্যুরিজম, শিপিং, লজিস্টিকস, স্কিলড ডেভেলপমেন্ট ও ট্রান্সপোর্টেশন সেক্টরের প্রতিনিধিরা দলে ছিলেন।

বাণিজ্য প্রতিনিধিদল চট্টগ্রামে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ইঞ্জিনিয়ারিং ও আইটি সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রতিনিধিরা।

চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ভারতে বাংলাদেশের রফতানি ছিল ৬৮৯ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি হয়েছে ৫ হাজার ৪৫২ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার। উভয় দেশের বাণিজ্য বৃদ্ধিতে স্থল বন্দরসহ অবকাঠামো উন্নয়ন, অশুল্ক বাধা দূরীকরণ ও বাণিজ্য সুবিধা নিশ্চিতকরণের উপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশি পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে বিএসটিআই সার্টিফিকেট গ্রহণ করা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর কাছে চট্টগ্রামের মিরসরাই ইকনোমিক জোনে বিনিয়োগের আহবান জানান।

ভারতের কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রতিনিধি আর এন লাহিরী বলেন, প্রতিবেশী দু’দেশের মধ্যে পর্যটন, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য, টেকনোলজিসহ অনেক সেক্টরেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। এসব সুবিধা কাজে লাগাতে নিয়মিত দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময় করতে হবে।

চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিনিধিদল নেতা আর এন লাহিরী, রফিকুল হাসান, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, এইচআরসি’র সিনিয়র পরিচালক কাজী রুকনউদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।