তুরস্কের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে এক শিশু নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্ণর একথা জানান।
সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের সানলিউরফা প্রদেশের ভিরানসেহির শহরে বিচারক ও সরকারি আইনজীবীদের বাসভবন লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।
প্রাদেশিক গভর্ণর গুনগর আজিম তুনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, সেখানে ওই গাড়ি বোমার বিস্ফোরণে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
তুনার বরাত দিয়ে আনাদোলুর খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে (গ্রিনিচ সময় ১৭:৪৫ টা) দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
তুনা জানান, বিস্ফোরণে নিহত শিশুটি আদালতের এক কর্মচারীর সন্তান।
আইন মন্ত্রী বাকির বোজদাগ এ হামলার নিন্দা জানিয়েছেন।