শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পিইউতে বসন্তের ছোঁয়া

| প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারী ২০১৭ | ৭:৫৭ অপরাহ্ন

নজিব চৌধুরী: এখন চলছে বসন্তকাল। ভাটির দেশ বাংলাদেশে, ঋতুরাজ বসন্ত আসে সবার শেষে। ফাগুন আর চৈত্র এই দু মাসা বসন্ত কাল। তবে ফাগুন মাসেই বসন্তের সঠিক আমেজটা পাওয়া যায়। প্রকৃতির লক্ষণীয় পরিবর্তন এই ঋতুতে ঘটে বেশী। তাই বসন্ত মানে দখিণা বাতাস, কোকিলের কুহু কুহু তান, আমের মুকুলের মৃদু ঘ্রাণ। হালকা শীতের মাঝে উষ্ণ গরম হাওয়া, করুণ মধুর সুরে কাওয়ালী-ভাওয়ালী গাওয়া। চারিদিকে বাহারি রঙের ফুল আর শিমুল, কৃষ্ণচূড়া গাছের মনোহারী দেখে যেন সবার মনে পরিবর্তন আসে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রিমিয়ার ইউনিভার্সিটির (পিইউ) ‘ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ’ এক ঝমকালো বসন্ত উৎসব পালন করেছে। উৎসব উপলক্ষে, লাল-হলুদের শাড়ি, খোঁপায় গাঁথা তাজা ফুল, সাদা-কালো আর রঙিন পাঞ্জাবি-পাজামা পড়ে শিক্ষার্থীরা। যেন ফাগুনের আগুন ছড়িয়ে পড়েছে সবার মনে।

উৎসব মাতাতে ‘আহা আজি এই বসন্তে…১৪২৩ ‘ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিনয়কারী শিক্ষার্থীরা: দেশাত্মবোধক, নজরুল, রবী, লালন গীতি, নৃত্য, নাটক, কবিতা, কৌতুক, নিজস্ব ব্যান্ডদলের গানসহ নানান বিষয়ের উপর মনোমুগ্ধকর চমৎকার পরিবেশন করে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন।