রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পরিবহন ধর্মঘটের নামে সারা দেশে ত্রাস চালানো হয়েছে : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ২ মার্চ ২০১৭ | ৬:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: সরকার দলীয় নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে পরিবহন ধর্মঘটের নামে সারাদেশে ত্রাস চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার সকালে নগরীর কাজির দেউড়ি নুর আহমেদ সড়কে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার দলীয় নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে পরিবহন ধর্মঘটের নামে সারাদেশে ত্রাস চালিয়েছে। কোর্টের রায়ের বিরুদ্ধে যদি বিএনপির কেউ কথা বলে তাহলে সাথে সাথে আদালত অবমাননার মামলা হয়। কিন্তু সরকার দলীয় মন্ত্রী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজপথে ত্রাস সৃষ্টি করলে কোন মামলা হয় না।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা দেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র হরণ করেছে। স্বৈরাচারী, ফ্যাসিস্ট কায়দায় অতীতের স্বৈরাচার এরশাদ সরকারকেও হার মানিয়েছে। সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়।

ডা. শাহাদাত বলেন, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে সরকার। সর্বক্ষেত্রে চলছে নৈরাজ্য, গ্যাসের মূল্যবৃদ্ধির সাথে সাথে পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মো. মিয়া ভোলা, মো. আলী, এস এম সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, কাজী বেলাল উদ্দিন, মো. আলী, আশরাফ চৌধুরী, হারুন জামান, ইস্কান্দর মির্জা, শফিকুর রহমান স্বপন, মোশারফ হোসেন দিপ্তি প্রমুখ বক্তব্য রাখেন।