চট্টগ্রাম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। সোমবার সকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা সমর্থিত তারেক রহমানকে গ্রেফতার করে অনেক মিথ্যা মামলা দিয়েছে ও অনেক অপপ্রচার করা হয়েছে। কিন্তু তারা ও তাদের সুবিধাভোগীরা দশ বছরেও একটি মামলা প্রমাণ করতে পারেনি। তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এ চক্রান্ত শুরু হয়েছিল। তারেক রহমান জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করার জন্য একই ভাবে আজো ষড়যন্ত্র চলছে।
মহানগর যুবদল সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।