বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

| প্রকাশিতঃ ৬ মার্চ ২০১৭ | ৭:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। সোমবার দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের আগে ভোগান্তিতে ছিল রোগীরা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে রোববার দুপুর থেকে কর্মবিরতিতে গিয়েছিল তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে রোববার দুপুর থেকে হাসপাতালের প্রতিটি বিভাগে দায়িত্বপ্রাপ্ত জেষ্ঠ্য চিকিৎসকরা ছাড়া রোগীদের পাশে দাঁড়ায়নি কোন ইন্টার্ন চিকিৎসকরা। এতে অসহায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।