রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী

| প্রকাশিতঃ ৭ মার্চ ২০১৭ | ৯:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলার সদরের ইছাকালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মঙ্গলবার সকালে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বি,কে, চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দীন, জেলা ছাত্রলীগের পরিকল্পনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সদস্য মনছুর আব্দুল্লাহ,জেলা ছাত্রলীগের সদস্য মো. রকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত,

অারও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল রাসু, মাহমুদ হাসান রাসেল, মো. এরশাদ, বাবু, মো. তাহের, মো. খোরশেদ, মো. মাহি, মো. ওমর ফারুখ, মো. সবুজ, মো. সাকির, অভিজিৎ তালুকদার পাপেল, মো. আনোয়ার, মো. মামুন, সো. ওমর, মো. বাদশা, মো. ফারুক, মো. ইকবাল, মো. ইমন, মো. আজিজ, মো. সাইফু, মো. জিয়া, মো. সায়মুন, মো. তানজিল, মো. আমীর, মো. কুসুম, মো. সজীব, মো.মুন্না, মো. মিজান, মো. শাহেদ, মো. নিজাম, মো. রুবেল প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তাঁর সে ভাষণ মানব ইতিহাসের গুটিকয়েক শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম সেরা ভাষণ। সেই ভাষণ ছিল সে সময়ের স্বাধীনতাকামী মানুষের আলোর দিশারী।