চট্টগ্রাম: চট্টগ্রামে এসে শুধুমাত্র ক্ষমতাসীন দলের নেতাদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ মন্তব্য করেছেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, সিইসি এই প্রথম চট্টগ্রামে এসে স্মার্ট কার্ড বিতরনে শুধুমাত্র ক্ষমতাসীন দলকে প্রাধ্যন্য দিয়েছেন। বৃহত্তর রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপেক্ষা করার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্থবায়নে লিপ্ত হয়েছেন। চট্টগ্রামের মানুষ আশা করেছিল সিইসি চট্টগ্রামের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে স্মার্ট কার্ড বিতরণ করবেন। কিন্তু তা না করাতে শুধু চট্টগ্রামবাসী নয় পুরো জাতিকে হতাশায় ডুবিয়েছেন।
বিবৃতিতে ডা. শাহাদাত আরো বলেন, নুরুল হুদার এই ভুমিকার কারণে পুরো জাতি আজ হতবাক। সকল মহল থেকে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ট যে নির্বাচনের প্রত্যাশা করেছিল তা আজ প্রশ্নবিদ্ব হয়ে গেল। নিরপেক্ষ থাকার শপথ নিয়ে সিইসি আগামী জাতীয় সংসদ নিবার্চন কিভাবে করবেন সেটি জনগনের কাছে দিন দিন পরিস্কার হচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন সেটিই প্রমাণ হচ্ছে।
প্রসঙ্গত সোমবার সিইসি প্রথম চট্টগ্রামে এসে স্মার্ট কার্ড বিতরন কাজের উদ্বোধন করেন। চট্টগ্রামের সার্কিট হাউজে আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ৫ জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেন তিনি।