রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গ্রিক মূর্তি সরাতে আন্দোলন নয় জনমত তৈরি করবে হেফাজত

| প্রকাশিতঃ ১৫ মার্চ ২০১৭ | ১:৩২ পূর্বাহ্ন

মোঃ আলাউদ্দীন (হাটহাজারী) প্রতিনিধি : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক বলে গ্রিক দেবি থেমিসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ফ্যাসিবাদ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করে হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমদ শফী অবিলম্বে সেটি সরিয়ে ফেলতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন। এই দাবি আদায়ে বিভিন্ন পর্যায়ে শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি গণমত তৈরির চেষ্টা চালানো হবে বলেও জানান হেফাজত আমীর। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত আমীর উপরোক্ত কথা বলেন।

হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক দাবী করে গ্রিক দেবির মূর্তি স্থাপন বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সাথে চরম বিশ্বাসঘাতকতা।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিচারালয়ের সামেন এই মূর্তি স্থাপনের কোনো সুযোগ নেই। ইসলাম ধর্মে তো নয়ই, এমনকি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মমতেও গ্রিক দেবীতে বিশ্বাসের সুযোগ নেই। এটা সম্পূর্ণই আদর্শিক আগ্রাসন ও ফ্যাসিবাদি আচরণ।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবি থেমিসের মূর্তি স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে হেফাজতে ইসলামের প্রতিবাদ কর্মসূচিকে কতিপয় ইসলামবিদ্বেষী ও স্বার্থান্বেষী মহল থেকে রাজনৈতিক রূপদান বা অপব্যাখ্যার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, হেফাজতে ইসলাম ঈমান-আক্বীদা ভিত্তিক অরাজনৈতিক একটি সংগঠন। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই বার বার বলে আসছি, আমাদের আন্দোলন কাউকে ক্ষমতায় বসানো বা নামানোর জন্য নয়। আমরা মুসলমানদের ঈমান-আক্বীদা, ধর্মীয় স্বাধীনতা ও নৈতিক আদর্শ সমুন্নত রাখতে চেষ্টার পাশাপাশি আদর্শিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে কথা বলি। পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা, জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের বিরুদ্ধে যে কোনো দেশি-বিদেশী অপতৎপরতা প্রতিহত করতে অরাজনৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করি। আমাদের রাজনৈতিক কোনই অভিলাষ নেই।

তিনি বলেন, ইসলাম নির্মূলবাদি চক্র হেফাজতের ঈমান-আক্বীদার আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও রাজনৈতিক রূপদানের অপচেষ্টায় লিপ্ত। আলেম সমাজ ও তৌহিদী জনতাকে এসব অপপ্রচার সম্পর্কে সচেতন থাকতে হবে।

হেফাজত আমীর কেন্দ্রীয় নির্দেশনার বাইরে আবেগতাড়িত হয়ে কোনোরূপ সিদ্ধান্তমূলক বক্তব্যদান থেকে বিরত থাকার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাদেরকে নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের যে কোনো দুর্বলতা ও অসর্তক বক্তব্য লুপে নিতে ইসলাম নির্মুলবাদিরা বসে আছে। এমনকি কোন কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীও নিজেদের অপরাধ বা ব্যর্থতা ঢাকতে হেফাজতের কাঁধে দায় চাপাতে চায়। তিনি বলেন, হেফাজতের নেতা-কর্মী ও সাধারণ তৌহিদী জনতাকে এসব বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।