শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের করোনা পজিটিভ মুমিনুল

প্রকাশিতঃ ২২ মার্চ ২০২১ | ১:৩৬ অপরাহ্ন


ঢাকা : গত নভেম্বরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জটিলতা না থাকায় বাড়িতেই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।

রোববার জানা গেল আবারও কভিড পজিটিভ হয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ম্যাচ খেলতে বায়োসিকিউর বাবলে হোটেলে ওঠার আগে কভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

তবে ফলস রিপোর্ট হওয়ার সম্ভাবনা থেকে রোববার সন্ধ্যায় দ্বিতীয় দফায় নমুনা দিয়েছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবর জানা যায়নি।

মুমিনুল বলেন, ‘কোনো উপসর্গ নেই। কভিড পজিটিভ হলে ১২ দিন খেলতে পারব না। সেক্ষেত্রে জাতীয় লিগের ম্যাচ খেলা হবে না।’

দ্বিতীয়বারও কভিড পজিটিভ হলে প্রস্তুতি ছাড়াই যেতে হবে শ্রীলঙ্কা। দলের জন্য যেটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। যদিও মুমিনুল আশাবাদী, নেগেটিভ রিপোর্ট নিয়ে আজ রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন তিনি।