চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ আবুল হাসনাত। রোববার রাতে সমিতির উপদেষ্টা আবু তোরাব পরশ এ কমিটি অনুমোদন দেন।
এছাড়া এ কমিটিতে সহ সভাপতি হয়েছেন সাইফুল ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল ও নওশিন মজুমদার।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরেফুল হক অপু, মাজহারুল ইসলাম, মঈনুল হাসান রিজবী, ফালগুনী দাশ, রইচ উদ্দিন শুভকে।
এছাড়া দফতর সম্পাদক জহিরুল ইসলাম পাপ্পু, উপ দফতর সম্পাদক ফজলুল ইসলাম বাবর, প্রচার সম্পাদক আব্দুর রহিম তানভীর, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রাসেল, ছাত্রী বিষয়ক সম্পাদিকা করা হয়েছে সাফরিক হক ও লামিয়া সনিয়াকে।
নতুন কমিটির সভাপতি ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফেনী জেলার সন্তানদের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি। ফেনী অঞ্চলের শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে নতুন কমিটির সবাই মিলে আমরা কাজ করবো।