ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি নিজেই আজ শনিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
টুইটে শচীন বলেন, করোনাকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু মৃদু উপসর্গের পর আজ আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
কিছুদিন আগেই কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন শচীন। ভারতীয় লিজেন্ডস দলকে নেতৃত্বও দেন সাবেক এই অধিনায়ক।
শচীন আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো চলছেন।