মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মাহমুদউল্লাহ আউট

| প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২১ | ৩:০৩ অপরাহ্ন

ঢাকা: শ্রীলঙ্কা সিরিজে ঘোষিত দলে ২১ সদস্যে জায়গা হয়নি মাহমুদউল্লার।

দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

এছাড়াও জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত খেলে প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন শুভাগত হোম।

আজ শুক্রবার (৯ এপ্রিল) শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজ দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দুই বছর পর টেস্টে ফেরার কথা থাকলেও তা হলো না।

আগামী ১২ এপ্রিল টাইগাররা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।

প্রাথমিক দল : মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হক সোহান।