রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ওয়েস্টমিনস্টারে খালিদ মাসুদ একাই হামলা চালিয়েছে

| প্রকাশিতঃ ২৬ মার্চ ২০১৭ | ৬:০৫ অপরাহ্ন

লন্ডন: যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে খালিদ মাসুদ একাই হামলা চালিয়েছে এবং নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেও কোন তথ্য নেই। স্কটল্যান্ড ইয়ার্ড এ কথা জানায়।

ডেপুটি এসিসট্যান্ট কমিশনার নীল বসু বলেন, হামলাকারী কেন হামলা চালিয়েছে সম্ভবত কখনই তা আমরা বুঝতে পারবো না।

খালিদ মাসুদ বুধবার ওয়েস্টমিনস্টারে কিছু পথচারীর ওপর তার গাড়ি উঠিয়ে দেয় এবং এর পরপরই একজন পুলিশ কর্মকর্তাকে ছুরি হামলা চালিয়ে হত্যা করে।

পরে পুলিশের হামলায় হামলাকারী প্রাণ হারায়। পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
গোয়েন্দারা বলছেন, ৮২ সেকেন্ডের মধ্যে হামলার কাজ শেষ হয়ে যায়।

নীল বসু বলেন, আমরা এখনও মনে করছি ওইদিন মাসুদ একাই হামলা চালিয়েছে। এছাড়া আরো হামলা চালানো হবে এমন পরিকল্পনার কোন তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরো বলেন, কোন সন্ত্রাসী প্রচারণা কিংবা অন্য কোন কিছুতে উৎসাহী হয়ে মাসুদ এ হামলা চালিয়েছে কিনা তা জানতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।