চট্টগ্রাম: বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ এবং জঙ্গীবাদ বিরোধী মিছিল করেছে নগরের ৪১নং ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগ।
সভায় বক্তারা সিলেটে জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। সভায় জামায়াত-শিবির ও জঙ্গীবাদের আশ্রয়স্তল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও লন্ডনে পালিয়ে থাকা তারেক জিয়াকে গ্রেফতারের দাবি জানানো হয়। ছাত্রলীগকে জঙ্গীবাদ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন ইউএসটিসি ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের প্রভাবশালী নেতা ইয়াছিন কবির রাতুল। এতে সভাপতিত্ব করেন ৪১নং ওয়ার্ড যুবলীগের প্রভাবশালী নেতা নাছির উদ্দিন জাসেদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং বর্তমান মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা আমিনুল আহসান সুমন।
আরো উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।