রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিতঃ ২৮ মার্চ ২০১৭ | ১০:৪১ পূর্বাহ্ন

ঢাকা: আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, নোয়াখালী এবং কুমিল্লার কিছু অঞ্চলে বজ্র/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫৫ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১৩ মিনিটে।