চট্টগ্রাম: কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নুরুর লাশ দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ছাত্রদলের মেধাবী নেতা নুরুকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করা হয়েছে। যা কারও জন্য মঙ্গল বয়ে আনবে না। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক রাজনীতি দিয়ে বিএনপি হত্যার রাজনীতি মোকাবেলা করবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ছাত্রদল নেতা নুরুকে তুলে নেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন একটি ওয়ার্ড থেকে। তাই এ হত্যাকান্ডের পেছনে কারা জড়িত তা বের করা সিএমপির দায়িত্ব। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়া অন্য কোনো মামলা নেই।
এর আগে হাসপাতাল মর্গে তার লাশ নিতে আসে বিএনপি’র কেন্দ্রীয় নেতাসহ ছাত্রদল, যুবদলের নেতারা। উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়াারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আমান উল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
জুমার নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মর্গ থেকে লাশ বের করার সময় চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা প্রবর্তক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ওয়াসামোড়ে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চট্টগ্রামের রাউজান থানাধীন বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে নুরুল আলম ওরফে নুরুর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নুরুর পরিবারের অভিযোগ বুধবার রাত ১২টায় পুলিশ পরিচয়ে সাদাপোশাকের কয়েকজন লোক নুরুকে চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসা থেকে তুলে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে ছাত্রদল। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় এই হরতাল হবে। ছাত্রদলের এই হরতালে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ।