রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রমে : মেয়র নাছির

| প্রকাশিতঃ ১ এপ্রিল ২০১৭ | ৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি পরাজয়ের প্রতিশোধের নেশায় দেশকে অস্থিতিশীল করতে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার নগরীর চকবাজার মতি টাওয়ার চত্বরে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন। ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি পরাজয়ের প্রতিশোধের নেশায় দেশকে অস্থিতিশীল করার হীন লক্ষ্যে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ সকল সম্প্রদায়ের নিরাপদ বাসস্থান। এ দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই।

তিনি বলেন, দেশকে অকার্য করার সকল অপপ্রয়াস প্রতিহত করবে এদেশের শান্তিপ্রিয় জনগন। কথিত আইএস নামে কোন জঙ্গী সংগঠনের অস্থিত্ব বাংলাদেশে নেই। যাদের এ দেশের প্রতি কোন দরদ বা মায়া নেই তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

১৯৭১ এর ন্যায় প্রতিটি ঘরে ঘরে জঙ্গী প্রতিরোধ দুর্গ গড়ে তোলার আহবান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন এবং চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোস্তাক আহমদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি শাহবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুছা, চকবাজার থানা আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক খালেক চৌধুরী প্রমুখ।