যে দেশে মানুষের মানবাধিকার লুণ্ঠিত, সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, সে দেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন প্রহসন ছাড়া কিছু নয়। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও এই সম্মেলনকে প্রহসন বলে উল্লেখ করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, যে দেশের সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। একটি দল ক্ষমতার লোভে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যেখানে প্রতিনিয়ত মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেপ্তার ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত, সেই দেশে আইপিইউ’র সম্মেলন একটা প্রহসন ছাড়া কিছু নয়।
স্থায়ী কমিটির বৈঠকে আইপিইউ সম্মেলনে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী সদস্যদের অভিনন্দন জানানো হয় বলে তিনি জানান।
বিএনপির এই নেতা বলেন, আইপিইউর সদস্যরা নিজ নিজ দেশের মানুষের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো প্রকৃত প্রতিনিধিত্ব নেই এই সম্মেলনে। যাঁরা প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তাঁরা সবাই ভুতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।
ফখরুল আরো বলেন, আইপিইউ সদস্যদের প্রতি আমাদের আহ্বান। তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের নৈতিক সমর্থন সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে।