ঢাকা : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্য দেশবিরোধী এবং গণতন্ত্রবিরোধী মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সোমবার বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম এবং দলটির স্হায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার জমির উদ্দীন সরকার, আইপিইউ’র এই সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র অভিযাত্রার পথে এবং গণতন্ত্র চর্চায় বিএনপি একটি প্রতিবন্ধকতার নাম। অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং ক্ষমতার উচ্ছ্বিষ্ট্য বিলিয়ে তাদের জন্ম।
এই সম্মেলনের বিষয়ে প্রশ্ন তুলে বিএনপি যে গণতন্ত্র চর্চার পথে প্রধান অন্তরায়, তাইই নগ্নভাবে প্রকাশ পেয়েছে।
বাংলাদেশে অনুষ্ঠিত ১৩৬ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৭৩ টি দেশের ৪৬,০০০ সংসদ সদস্যের জনপ্রতিনিধির সংস্থা হচ্ছে এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। যেটি পৃথিবীর প্রায় ৭০০ কোটি জনগণকে প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশে অনুষ্ঠিত এই সম্মেলনে ১৪০০ এর ও বেশি সংসদ সদস্য এবং এই সংসদ সদস্যের মধ্যে আছেন ৮২ জন স্পিকার এবং ডেপুটি স্পিকার, এদের মধ্য থেকে ৪৫ জন স্পিকার এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের এই সম্মেলন বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের জাতীয় সংসদের সিদ্ধান্ত অনুষ্ঠিত হচ্ছে না। এমনকি আইপিইউ এর সেক্রেটারিয়েট-এর সিদ্ধান্তেও এখানে সম্মেলন হচ্ছে না।
সংস্থাটির গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এক বছর আগে, ১৭৩ টি দেশের সিদ্ধান্ত অনুযায়ী এবার বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যেটি দেশ তথা জাতির জন্য গৌরবের।
দশম জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলেই ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের সাংসদদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন। এই সম্মেলনের উপর প্রশ্ন তুলে, বিএনপি পুরো সংস্থাটির সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটি দেশের জনপ্রতিনিধিদের অসম্মান এবং অশ্রদ্ধা করেছেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এ মুখপাত্র।।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি এই সময় উপস্থিত ছিলেন।