আগামী ২১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বারের মত সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ। ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে সমাবর্তনে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, ‘চতুর্থ সমাবর্তনে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ দেওয়া হবে। এছাড়া ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদেরও সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জানিয়েছেন। আগামী ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে সমাবর্তনে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, সমাবর্তন সম্পর্কিত যে কোনো তথ্য (০১৮১৪ ২০১৭১৭, ০১৮১৫৬২০৪১১, ০১৭১৬১২৫৭২০) এ তিনটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করে জানা যাবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য প্রশাসনিক ভবনের নিচ তলায় একটি ‘সমাবর্তন হেল্প ডেস্ক’ খোলা হয়েছে।