রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়, সমঝোতা স্মারক হবে : ড. হাছান মাহমুদ

| প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০১৭ | ৪:২৩ অপরাহ্ন

ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো প্রতিরক্ষা চুক্তি হচ্ছে না। এটি একটি সমঝোতা স্মারক। এ ধরনের চুক্তি পাকিস্তান ব্যতীত ভারতের সঙ্গে সার্কভুক্ত সকল দেশের সঙ্গে রয়েছে।’

শুক্রবার জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের আয়োজনে ঢাকা বিপোর্টাস ইউনিটিতে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি একেএম মহিউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি। সমুদ্রসীমা নিয়ে ভারতের বিরুদ্ধে মামলা করা দূরের কথা সফরে গিয়ে আলোচনা করতেও ভুলে গিয়েছিলেন খালেদা জিয়া।

বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি হয়েছিল ৭৪ সালে। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সেটি বাস্তবায়ন করতে পারেন কোনো সরকার। এমনকি বিএনপি এবং জাতীয় পার্টি বিভিন্ন সময় ক্ষমতায় ছিল কিন্ত বাস্তবায়ন করতে পারেনি। খালেদা জিয়া দিল্লিতে গিয়েছিলেন কিন্তু পানি চুক্তির বিষয়ে কথা বলতেই ভুলে গিয়েছিলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। ছিটমহলের মানুষ তাদের আত্মপরিচয় ফিরে পেয়েছে। গঙ্গার পানি চুক্তির ন্যায্য হিস্যা আমরা পেয়েছি। সমুদ্রে আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পেরেছি। আন্তর্জাতিক আদালতে আমরা ভারতের বিরুদ্ধে মামলা করে জয় পেয়েছি।

প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঐতিহাসিক উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় মিত্রবাহিনী মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ত্যাগ করে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। জাপান ও জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনী এখনও অবস্থান করছে। বঙ্গবন্ধুর কন্যা কখনো বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন চুক্তি করবেন না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তলে তলে ভারতের পক্ষে কাজ করেন বিএনপির নেতারা। শেখ হাসিনার সমালোচনা না করে আপনাদের উচিৎ এসকল কাজের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাঁকে পা ছুঁয়ে সালাম করা।