সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন ডিএমপির বিশেষ শাখা থেকে বদলি হয়ে আসা মো. বরকতুল্লাহ খান। তিনি মো. হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হলেন।
২০১৪ সালের ২ জুন থেকে সুনামগঞ্জ পুলিশ সুপার পদে দায়িত্ব পালনের পর বুধবার তিনি হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পদে বদলি হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর বরকতুল্লাহ খানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দায়িত্বভার গ্রহণ করেই নবাগত পুলিশ সুপার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকব্যবসা ও জঙ্গীবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
এ সময় জেলা পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।