চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার চতুর্থ দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এক হাজার ২৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৬৮ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশ নেন। বহিষ্কারের মধ্যে মিরসরাই উপজেলার বারীয়াহাট কলেজ কেন্দ্রে ১ জন, বাঁশখালী কলেজ কেন্দ্রে ২ জন, রাঙামাটির কাউখালী কলেজ কেন্দ্রে ১ জন, খাগড়াছড়ির দীঘিনালা কলেজ কেন্দ্রে ৪ জন, মাটিরাঙা কলেজ কেন্দ্রে ১ জন এবং কক্সবাজারের বঙ্গমাতা ফজিলাতুন নেছা কলেজ কেন্দ্রে এক ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, এইচএসসির ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় তিন পার্বত্য জেলাসহ ৫ জেলার এক হাজার ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসুদপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং কক্সবাজারে এক ভূয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে মূল প্রবেশপত্র অনুসারে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।